ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুর মাজার রোডে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২২, ১৩ জানুয়ারি ২০২৫
মিরপুর মাজার রোডে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

বুধবার সকালে মিরপুর মাজার রোডে ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়

রাজধানীর মিরপুর-১ এর মাজার রোডে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন-১ এর ডিসিএম জাকির হোসেন, মিরপুর এরিয়ার আরএসএম মো. মজিদ মিয়া, আরসিএম মো. মিজানুর রহমান এবং মাজার রোড প্লাজার ম্যানেজার শফিকুল আলম।

চিকিৎসাসেবা দেন ওয়ালটন ট্রাস্টি বোর্ডের চিকিৎসক মেডিসিন ও কিডনি রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মঞ্জুর মোরশেদ এবং তার সহকারী দীপ্ত আহম্মেদ। 

মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়