ওয়ালটন ক্যাবলসের দিনব্যাপী বিজনেস পার্টনার্স মিট-২০২৫ উদ্বোধন
বেলুন উড়িয়ে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ সম্মেলনের উদ্বোধন করছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা
গাজীপুরের চন্দ্রায় দেশ সেরা ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে চলছে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ শীর্ষক সম্মেলন। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন ক্যাবলসের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে এসেছেন। তাদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ।
রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) সকালে ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ক্যাবলস প্রোডাক্টের দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম।
সম্মেলন উপলক্ষে ওয়ালটন হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হেডকোয়ার্টার্স। সম্মেলনে অংশ নিতে সকালে ক্যাবলসের ডিস্ট্রিবিউটররা ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আসেন। এরপর অতিথিরা হেডকোয়ার্টার্সে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ওয়ালটন ক্যাবলসসহ বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তাঁরা ওয়ালটনের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে মুগ্ধ হন।
ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত আছেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হবে দিনব্যাপী এই সম্মেলন।
ঢাকা/আকরাম/ইভা