ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এয়ার পিউরিফায়ার আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর প্রত্যাহার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০২, ২১ জানুয়ারি ২০২৫
এয়ার পিউরিফায়ার আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর প্রত্যাহার 

এয়ার পিউরিফায়ার (সংগৃহীত ছবি)

এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস এবং রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম আছে। বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসহ জনগণের প্রভূত আর্থিক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাস করার মাধ্যমে এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ এবং ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক ও ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে, এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট কর ৫৮.৬০ শতাশ থেকে কমে ৩১.৫০ শতাংশ হয়েছে। 

শুল্ক-কর কমানো ও প্রত্যাহারের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা হতে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে। আমদানি ব্যয় কমায় এয়ার পিউরিফায়ার জনগণের কাছে সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

ঢাকা/এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়