ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজিএমইএ নির্বাচন ২৮ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৮ মার্চ ২০২৫  
বিজিএমইএ নির্বাচন ২৮ মে

তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সংগঠনটির ৩৫ পরিচালক পদে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ মার্চ) বিজিএমইএ নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

তফসিল অনুযায়ী সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৯ মার্চ। ভোটার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।

নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়