ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদ ঘিরে রেমিট্যান্স জোয়ার, ১৯ দিনে ২২৫ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২০ মার্চ ২০২৫  
ঈদ ঘিরে রেমিট্যান্স জোয়ার, ১৯ দিনে ২২৫ কোটি ডলার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রেমিট্যান্স জোয়ার বইছে, যা গত কয়েক মাসের রেকর্ড ছড়িয়ে গেছে।

ঈদ এলে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিকভাবে বাড়ে। তবে এবার সেই গতিতে জোয়ার দেখা যাচ্ছে। এরই মধ্যে প্রবাসীরা দেশে আত্মীয়-স্বজনের কাছে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ঈদের আগের কয়েক দিনে আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:

চলতি মার্চের ১৯ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ রেমিট্যান্স পাঠিয়েছেন ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রার যার পরিমাণ ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

মার্চের এই ১৯ দিনে গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কো‌টি ৮৪ লাখ ডলার বা এক হাজার ৪৫৬ কো‌টি টাকা।

বৃহস্পতিবার ( ২০ মার্চ ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুধু ১৯ মার্চ এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ২০ লাখ ডলার। মার্চের ১৯ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ ডলার।

২০২৪ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৭৮ দশমিক ৪ শতাংশ বা প্রায় একশ কোটি টাকা বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আর আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

চলতি বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বৈধ পদে দেশে এসেছে।

ঢাকা/এনএফ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়