২ কোম্পানির পরিচালকদের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ছয়জন পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী তাদের শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানি দুইটি হলো- ইভাইন্স টেক্সটাইল লিমিটেড ও আর্গন ডেনিমস লিমিটেড।
রবিবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইভাইন্স টেক্সটাইল: কোম্পানিটির তিনজন পরিচালক তাদের সন্তানদের কোম্পানির ৭৩ লাখ ৪৯ হাজার ৮৮০টি শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানিটির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করেছেন।
আর্গন ডেনিমস: কোম্পানিটির তিনজন পরিচালক তাদের সন্তানদের উপহার হিসাবে কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১১ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
এর আগে ১০ এপ্রিল কোম্পানি দুইটির পরিচালকরা শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে উভয় কোম্পানির পরিচালকেরা তাদের উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেন।
ঢাকা/এনটি/এনএইচ