ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দামে নতুন রেকর্ড 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২১ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৪০, ২১ এপ্রিল ২০২৫
স্বর্ণের দামে নতুন রেকর্ড 

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে, ফলে দেশের বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

সোমবার (২১ এপ্রিল) দেশের বাজারে ১ ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম: ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম: ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম: ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম: ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্বের সোনার বাজারে অস্থিরতার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপকে দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছে, যার প্রভাব বাংলাদেশেও দেখা যাচ্ছে।

ঢাকা/এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়