ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনালী ব্যাংক পেল টিসিবির সম্মাননা স্মারক

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ২৫ এপ্রিল ২০২৫  
সোনালী ব্যাংক পেল টিসিবির সম্মাননা স্মারক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা দানের স্বীকৃতি হিসেবে সোনালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক দিয়েছে টিসিবি।

বুধবার (২৩ এপ্রিল) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইসপাহানি ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

এসময় টিসিবির কার্যক্রমে সন্তোষজনক সেবা দানের জন্য প্রধান অতিথি ও টিসিবির পক্ষ থেকে সোনালী ব্যাংকের প্রতি ধন্যবাদ জানানো হয়।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়