ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিটি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৩ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:১৮, ৩০ এপ্রিল ২০২৫
সিটি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৩ দিন

বাংলাদেশে সিটি ব্যাংকের কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। ডাটা সেন্টার স্থানান্তরের জন্য আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে ৮টা পর্যন্ত এ ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হবে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ডাটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে সিটি ব্যাংক পিএলসির সকল ব্যাংকিং কার্যক্রম ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সিটি ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

ঢাকা/এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়