ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য বিভাগের ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৭ মে ২০২৫  
স্বাস্থ্য বিভাগের ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্বাস্থ্য সেবা বিভাগের ৪টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২৮১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৮৮০ টাকা।

বুধবার (৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। 

সভা সূত্রে জানা গেছে, জাইকার ওডিএ গাইড লাইনের আলোকে স্বাক্ষরিত পূর্ত কাজের চুক্তিপত্রের পিসিসি ১৩.৮ সংশোধনপূর্বক চুক্তিমূল্য সমন্বয় করে সংশোধিত ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। জাইকার সঙ্গে চুক্তির আওতায় ৭টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং ব্যবস্থায় আধুনিকীকরণের পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি. এবং চায়না গেজহুবা গ্রুপ কো. লি. এর সঙ্গে ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকায় চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় পরিবর্তিত রেট সিডিউল অনুযায়ী মূল্য সমন্বয় প্রয়োজন হওয়ায় অতিরিক্ত ৫৪ কোটি ৭৮ লাখ ৯১ হাজার ১৫৩ টাকা চুক্তিমূল্য সমন্বয়ের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

মূল্য সমন্বয়ের কারণ হিসেবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে পণ্য মূল্য বৃদ্ধি, গণপূর্ত অধিদপ্তরের নতুন রেট সিডিউল অনুযায়ী বিভিন্ন আইটেমের একক মূল্য বৃদ্ধি, অর্থ বিভাগ কর্তৃক ২৩টি ক্যাটাগরির বিভিন্ন আইটেমের দর পুনঃনির্ধারণ, বরাদ্দকৃত জায়গায় বিভিন্ন স্থাপনা ও গাছ থাকার কারণে তা অপসারণ করে চুক্তিপত্রের ক্রয়কারী প্রতিষ্ঠান ১৮০ দিনের মধ্যে স্থান বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি এবং কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পে বিদেশি কনসালটেন্টগণ বিদেশে অবস্থান করার কারণে দরপত্র মূল্যায়ন করে কার্যাদেশ প্রদানে বিলম্ব হওয়ার কথা বলা হয়েছে। 

সভায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক হিসেবে ইউনিসেফকে কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিলের অনুরোধ করা হলে সংস্থাটি প্রস্তাব দাখিল করে। এতে ব্যয় হবে ৬৬ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৭৭০ টাকা।

পরামর্শক প্রতিষ্ঠানের কাজ

কক্সাজারের দুটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহেশখালী ও কুতুবদিয়া) এবং নোয়াখালীর একটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাতিয়া) এবং চট্রগ্রামের একটি দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সন্দ্বীপ)-এ অতিরিক্ত জনবল সংস্থানের মাধ্যম হোস্ট কমিউনিটির স্বাস্থ্য সেবার মানোন্নয়ন।
 

ঢাকা/হাসনাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়