ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মে মাসে এলো ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১ জুন ২০২৫   আপডেট: ২১:০৪, ১ জুন ২০২৫
মে মাসে এলো ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স

ফাইল ফটো

চলতি বছরের মে মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার ৫৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা এক হাজার ১৭৮ কোটি টাকা।

রবিবার (১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আগের বছর একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৭০ শতাংশ। ২০২৪ সালের মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সদ্য সমাপ্ত মে পর্যন্ত ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। আগের বছর একইসময়ের তুলনায় ২৮ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে, দেশে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যালেনে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া ঈদ উল আজহাকে কেন্দ্র করে পরিবার-পরিজনের নিকট বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই ধারা চলতি মাসেও অনেকটা অব্যাহত থাকবে। যা রেমিট্যান্স আহরণে নতুন রেকর্ড গড়বে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। 

ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার এবং সদ্য সমাপ্ত মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ঢাকা/এনএফ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়