ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা

তিন শূন্যের ওপর ভিত্তি করে সমাজ গঠনে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৭, ২ জুন ২০২৫
তিন শূন্যের ওপর ভিত্তি করে সমাজ গঠনে কাজ করছে সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তীকালীন সরকার তিন শূন্যের ওপর ভিত্তি করে সমাজ গঠনের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‍‍“আমাদের মূল লক্ষ্য হলো- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নীতির ওপর ভিত্তি করে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রত্যেকেরই একটি সুন্দর জীবন থাকবে। বৈষম্যের দুষ্টচক্র থেকে সবাই মুক্ত থাকবেন।” 

আরো পড়ুন:

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট উপস্থাপন বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‌‘যে স্বপ্নের ওপর ভিত্তি করে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে, আমরা তা বাস্তবায়নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাসস্থল রেখে যেতে চাই। আমরা মানুষের জীবনযাত্রার মান বাড়াতে আমূল উন্নতি ঘটাতে চাই। আমরা এই লক্ষ্যগুলোকে মাথায় রেখে এই বছরের বাজেট সাজানোর চেষ্টা করেছি।”

সোমবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়