ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকল না
ফাইল ফটো
এতিমখানা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২ জুন) বিকেল তিনটায় জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
উপদেষ্টা বলেন, এতিমখানা, অনাথ আশ্রম এবং ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, উৎসে কর নেওয়ার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতি মাসে রিটার্ন দাখিলের যে বিধান ছিল, সেটা পরিবর্তন করে ত্রৈমাসিক করা হয়েছে। স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করা রিটার্নের অডিটসংক্রান্ত জটিলতা নিরসন করতে এ বিষয়ক বিধান প্রতিস্থাপন করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।
ঢাকা/রায়হান/মাসুদ