বস্ত্র ও পাট খাতে ৪৮০ কোটি টাকা বরাদ্দ
ফাইল ফটো
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে বস্ত্র ও পাট খাতে ৪৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ২১৭ কোটি টাকা।
সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন। তার বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে বস্ত্র ও পাট খাতে ৪৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি। ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ২১৭ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে গিয়ে দাঁড়ায় ১ হাজার ১৪০ কোটি টাকায়।
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এটি বাংলাদেশের ৫৪তম ও অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
ঢাকা/হাসান/রফিক