ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৩৮ কোটি টাকা বরাদ্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২ জুন ২০২৫  
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৩৮ কোটি টাকা বরাদ্দ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন। তার এ বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। 

২০২৪-২৫ অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ৩৪৬ কোটি টাকা। চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৪৬২ কোটি টাকা।

আরো পড়ুন:

বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, ‘‘২০২৫-২৬ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলা কার্যালয় স্থাপন' শীর্ষক প্রকল্প। শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুবসমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর শীর্ষক প্রকল্প। মুনশী আরফান আলী-ইউসেপ শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন এবং মানবসম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্প। ‘বাংলাদেশ শোভন কাজের অগ্রগতি’ শীর্ষক প্রকল্প এবং ‘বাংলাদেশের ট্যানারি শিল্পে শোভন কর্ম পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্প প্রভৃতি উল্লেখযোগ্য।’’ 

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।
 

ঢাকা/হাসান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়