ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষ শ্রমিক গড়তে জেলা পর্যায়ে ৭০ টিটিসি নির্মাণের পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২ জুন ২০২৫   আপডেট: ২০:৫৪, ২ জুন ২০২৫
দক্ষ শ্রমিক গড়তে জেলা পর্যায়ে ৭০ টিটিসি নির্মাণের পরিকল্পনা

বিদেশে বেশি কর্মী পাঠানোর জন্য চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এছাড়া, উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসির কার্যক্রম জোরদার করাসহ আরো ৫০টি উপজেলায় নতুন ৫০টি টিটিসি নির্মাণেরও পরিকল্পনা আছে।

সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার এ বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

আরো পড়ুন:

বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেছেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ছয় জেলায় বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় এ সুবিধা বিস্তৃত করা হবে।

তিনি জানিয়েছেন, প্রতারিত কর্মীদের অভিযোগ দাখিল ও প্রতিকারের জন্য ডিজিটাল সিস্টেম প্রবর্তন, অভিযোগ তদন্ত কর্মকর্তাকে অভিযোগ নিষ্পত্তির (এডিআর) ক্ষমতা অর্পণ করাসহ জেলা পর্যায়ে এডিআর ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং অভিযোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হবে।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এটি বাংলাদেশের ৫৪তম ও অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়