ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার স্থিতিশীল করতে ভালো কোম্পানি আনতে হবে: আবু আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৫ জুন ২০২৫   আপডেট: ২১:৪৭, ২৫ জুন ২০২৫
পুঁজিবাজার স্থিতিশীল করতে ভালো কোম্পানি আনতে হবে: আবু আহমেদ

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। ছবি: রাইজিংবিডি

দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারের উন্নয়ন করতে হবে। আর পুঁজিবাজারকে স্থিতিশীল করতে হলে ভালো মানের কোম্পানি নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী ও এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার উপস্থিত ছিলেন।

আবু আহমেদ বলেন, “আইসিবিকে বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, যা এখন আর পরিচালনাযোগ্য নয়। এ অবস্থায় আইসিবির টিকে থাকতে আর্থিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “শুধু টাকার জন্য নয়, পাবলিক ইন্টারেস্ট ও সরকারের চাহিদার কারণে বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে আসতে হয়। বাংলাদেশে বহুজাতিক স্ট‍্যান্ডার্ড চার্টার্ড ব‍্যাংক অনেক মুনাফা করেছে, যা বাংলাদেশের শীর্ষ ৪ ব‍্যাংকের থেকেও বেশি। কিন্তু এই ব‍্যাংকটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। অথচ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ব্যাংকটি তালিকাভুক্ত।”

যেসব বহুজাতিক কোম্পানি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে না, সেগুলোর ওপর আয়কর বাড়িয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আইসিবি চেয়ারম্যান বলেন, “বর্তমানে শেয়ারবাজার নড়ছে না। এর অন্যতম কারণ হলো উচ্চ সুদ হার। এটা কমানো না হলে বাজার টানা ঢুকবে না।”

তিনি আরো বলেন, “আমি যতদিন আইসিবিতে আছি, ততদিন এখানে কোনো অনিয়ম হতে দেব না।”

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়