ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় পাখির ধাক্কায় হেলিকপ্টার যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১০:৪৬, ১৫ জুলাই ২০২৫
অস্ট্রেলিয়ায় পাখির ধাক্কায় হেলিকপ্টার যাত্রী নিহত

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে (এনটি) আর্নহেম ল্যান্ডের উপর দিয়ে উড়ার সময় একটি পাখির সঙ্গে হেলিকপ্টারের ধাক্কা লাগার পর একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এনটি পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

আরো পড়ুন:

এনটি পুলিশ সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে জরুরি পরিষেবাগুলো খবর পায় যে, এনটি রাজধানী ডারউইন থেকে ৫০০ কিলোমিটার পূর্বে প্রত্যন্ত লেক এভেলা বিমানবন্দরে একটি পাখির সঙ্গে ধাক্কা খাওয়ার পর দুই আরোহীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।

পুলিশ জানিয়েছে, “এই ধাক্কার ফলে পাখিটি ৫৪ বছর বয়সী এক পুরুষ যাত্রীকে মারাত্মকভাবে আঘাত করেছে বলে অভিযোগ রয়েছে।” 

পাইলট নিরাপদে হেলিকপ্টারটি অবতরণ করতে সক্ষম হন এবং তিনি আহত হননি।

পুলিশ এবং অ্যাম্বুলেন্স প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে ৫৪ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে।

অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, সংঘর্ষের ফলে পাখিটি কেবিনে ঢুকে পড়ে এবং যাত্রীর সঙ্গে ধাক্কা খায়।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং পাইলটের সাক্ষাৎকার ও রেকর্ড করা যেকোনো তথ্য পর্যালোচনা করা শুরু করবে।

এটিএসবির একজন মুখপাত্র বলেছেন, তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়