ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবি ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৬ আগস্ট ২০২৫  
এবি ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মজিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন।

সভায়  সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত এবং ড. নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এ সময় জানানো হয়, দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবছর এবি ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ যাত্রায় সকল নীতিনির্ধারক, শেয়ারহোল্ডার, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়