ডিএসইর এটিবিতে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের লেনদেন শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের লেনদেন শুরু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) এটিবি প্ল্যাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের তালিকাভুক্তির জন্য ডিএসইর সঙ্গে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ম্যানেজার মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর সিনিয়র ম্যানেজার ও হেড অব ওটিসি মার্কেট ইশরাত জাহান এবং রানার অটোমোবাইলসের প্রধান আর্থিক কর্মকর্তা শানাত দত্ত, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডিএসই'র প্রধান পরিচালন কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, “দীর্ঘদিন পর ডিএসই’র এটিবিতে একটি নতুন সিকিউরিটিজ (বন্ড) তালিকাভুক্তি হয়েছে, এজন্য রানার অটোমোবাইলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আইপিও প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করা হচ্ছে, যার মাধ্যমে কোম্পানিগুলো একসঙ্গে ডিএসই ও বিএসইসিতে আবেদন করতে পারবে। একইসাথে তারা তাদের আবেদনের অগ্রগতি ট্র্যাক করার সুযোগও পাবে। তাছাড়া আইপিওতে আগ্রহী কোম্পানিগুলোর জন্য ডিএসই নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের পরিকল্পনা করছে, যাতে আরো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়।”
রানার অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “রানার দীর্ঘদিন ধরে দেশের অটোমোবাইল খাতে কাজ করে আসছে। রানার অটোর এই সাসটেইনেবিলিটি বন্ডের মাধ্যমে আমাদের দেশ তিনটি ক্ষেত্রে উপকৃত হবে। প্রথমত, পরিবেশগত দিক থেকে এই বন্ডের অর্থ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। দ্বিতীয়ত, নিম্ন আয়ের মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তিন চাকার যানবাহন উৎপাদন করা হবে। তৃতীয়ত, কিস্তিতে গাড়ি বিক্রয়ের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে নিম্ন আয়ের মানুষদের ঋণ সহায়তা দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-মহাব্যবস্থাপক (ইস্যু মার্কেটিং, প্রমশন অ্যান্ড ডেবট মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং রানার অটোমোবইলস পিএলসি-এর কোম্পানি সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এনটি/এসবি