ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসআইবিএলের উদ্যোক্তা পরিচালক রেজাউলের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১২ অক্টোবর ২০২৫  
এসআইবিএলের উদ্যোক্তা পরিচালক রেজাউলের পদত্যাগ

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ থেকে উদ্যোক্তা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মো. রেজাউল হক পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক ছিলেন। পদত্যাগ করা চিঠিতে তিনি স্বতন্ত্র পরিচালকদের অযোগ্যতা, দুর্নীতি ও ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার ব্যর্থতার দায় তুলে ধরেছেন।

রবিবার (১২ অক্টোবর) ব্যাংকের চেয়ারম্যানের নিকট পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ২০১৩ সালের ৩০ জুন থেকে ২০১৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে তাকে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

রেজাউল হক অভিযোগ করেন, এস আলম গ্রুপ রাষ্ট্রীয় সহায়তায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গত সাত বছরে (২০১৭ থেকে ২০২৪) ব্যাংকটিতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। এতে ব্যাংকটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘‘বর্তমান সরকার পতনের পর উদ্যোক্তারা আশা করেছিলেন, বাংলাদেশ ব্যাংক প্রকৃত উদ্যোক্তাদের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে প্রস্তাবনাও দেওয়া হয়েছিল। কিন্তু, তা না করে কিছু স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন একটি পর্ষদ গঠন করা হয়। যা ছিল একেবারে ‘অকার্যকর’ সিদ্ধান্ত।’’

রেজাউল হক বলেন, ‘‘এই পর্ষদের সদস্যরা ব্যাংক কোম্পানি আইনের আলোকে উদ্যোক্তা বা শেয়ারহোল্ডার নন। তবুও তারা পর্ষদে থেকে ব্যাংক পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ফলে গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পরেও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি।’’

তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র পরিচালকরা কেবল দৈনিক অফিসে উপস্থিতি ও সম্মানী নেওয়ার বাইরে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক মার্জার বিষয়ে শুনানির আয়োজন করে, তখন তাকে অবহিত না করেই স্বতন্ত্র পরিচালকরা তাতে অংশ নেন।

তিনি প্রশ্ন তোলেন, উদ্যোক্তা না হয়েও তারা কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন।

রেজাউল হক বলেন, “ব্যাংকের হাজার হাজার আমানতকারী, শেয়ারহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।” এই পরিস্থিতিতে অত্যন্ত দুঃখের সঙ্গে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

সোশ্যাল ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

একীভূত তালিকায় অন্য ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি। নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।

ঢাকা/নাজমুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়