ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন্দ্রীয় ব্যাংকে শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড গঠনে নীতিমালা অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৬ অক্টোবর ২০২৫  
কেন্দ্রীয় ব্যাংকে শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড গঠনে নীতিমালা অনুমোদন

দেশে প্রচলিত শরিয়াহভিত্তিক ব্যাংক, ব্যাংকের শরিয়াহ শাখা ও আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রেখে আস্থাশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে ‘শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড’ (এসএবি) নামে তদারিক পর্ষদ গঠন করতে চলেছে বাংলাদেশ ব্যাংক, তার নীতিমালা অনুদোন দেওয়া হয়েছে।

এই নীতিমালায় অধীনে এসএবির সদস্যদের নিয়োগ ও অপসারণ এবং দায়িত্ব, কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। দেশের ব্যাংকিং খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪৪৪তম সভায় এসএবির নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে।

এতে বলা হয়েছে, ইসলামি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শরিয়াহভিত্তিক অর্থ-শিল্প সম্পর্কিত ‘সন্দেহযুক্ত বিষয়’ নিষ্পত্তি, মানদণ্ড নির্ধারণ, নতুন প্রডাক্টের শরিয়াহ মান যাচাই ও প্রয়োজনীয় রেজুলেশন প্রদানে এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫’-এর অনুচ্ছেদ ১৬ অনুযায়ী ইসলামি ব্যাংকগুলোর রেজুলেশনের বিষয়ে পরামর্শ দিতে কেন্দ্রীয় ব্যাংককে নিজস্ব শরিয়াহ বোর্ড গঠনের ক্ষমতা দেওয়া আছে।

নীতিমালায় বোর্ড সদস্যদের যোগ্যতা ও মেয়াদ
দেশের স্বনামধন্য শরিয়াহ স্কলার ও ইসলামি শিক্ষাবিদদের নিয়ে সাত সদস্যের স্বাধীন ও নিরপেক্ষ এসএবি করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর মধ্যে অন্তত পাঁচজন হতে হবে শরিয়াহ স্কলার।

সদস্যরা সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ পাবেন এবং মেয়াদ শেষে কর্মদক্ষতার ভিত্তিতে আবার বোর্ডের সদস্য হতে পারবেন। তবে কোনো সদস্য টানা ছয় বছর দায়িত্বে থাকলে দুই বছর বিরতি ছাড়া বোর্ডে ফেরার যোগ্য হবেন না।

শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হওয়ার যোগ্যতায় বলা হয়েছে, দাওরায়ে হাদিস, কামিল, ইসলামি অর্থনীতি, ফিকহ, ইসলামি ব্যাংকিং বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা ফতোয়া বোর্ডে অন্তত দুই বছর কাজ করার অভিজ্ঞতা এবং ইসলামি ফাইন্যান্স বিষয়ে গবেষণা নিবন্ধ বা বই প্রকাশের অভিজ্ঞতা থাকতে হবে।

বোর্ডের কাঠামো ও কার্যক্রম
এসএবির চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর, যাকে মনোনীত করবেন গভর্নর। ইসলামি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান, তবে তার ভোটাধিকার থাকবে না।

বোর্ড বছরে অন্তত তিনটি সভা করবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাতে পারবে। সদস্যদের অন্তত ৭৫ শতাংশ সভায় উপস্থিত থাকতে হবে, না হলে পদ শূন্য বলে গণ্য হবে।

শরিয়াহ কমপ্লায়েন্স প্রতিবেদন
প্রতি বছর এসএবির কার্যক্রম ও সুপারিশগুলোর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি বার্ষিক শরিয়াহ কমপ্লায়েন্স প্রতিবেদন পরিচালনা পর্ষদের কাছে দাখিল করবে। পরবর্তীকালে প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গোপনীয়তা রক্ষা
সব সদস্যকেই তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করতে হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, নতুন এই নীতিমালা ইসলামি ব্যাংকিং খাতে বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি বাড়াবে, শরিয়াহ অনুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ঢাকা/নাজমুল/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়