সব বন্দরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
দেশের সব বন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রবিবার (১৯ অক্টোবর) এক বার্তায় বলা হয়েছে, দেশের প্রধান বিমানবন্দরসহ অন্য বন্দরগুলোর সকল স্তরে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন ডিসিসিআইর সভাপতি তাসকীন আহমেদ।
যাত্রীসেবার পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানির জন্য ব্যবসায়ীরা এ বিমানবন্দর বেশি ব্যবহার করেন। তাই, এ ধরনের অগ্নিকাণ্ড বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।
ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, দেশের ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালাস প্রক্রিয়া ছুটির দিনগুলোতেও অব্যাহত রাখা প্রয়োজন।
একই সঙ্গে গতকাল অগিকাণ্ডে আহতদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।
ঢাকা/নাজমুল/রফিক