ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরামিটের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৫  
আরামিটের পর্ষদ সভা ৩০ ডিসেম্বর

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসির ব্যবসায় সংক্রান্ত পর্ষদ বোর্ড সভা ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একই সঙ্গে স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আরামিট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। সেই হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর মধ্যে সর্বশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০.৭৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৯৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫.৩২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়