ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে বড় উত্থান, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৮ জানুয়ারি ২০২৬  
পুঁজিবাজারে বড় উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৪.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৪টি কোম্পানির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির।

এদিন ডিএসইতে মোট ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৯০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে, শরিয়াসূচক ৪.৪৫ পয়েন্ট বেড়ে ৮৮২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩০.৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬৩টি কোম্পানির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

এদিন সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়