ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৮ জানুয়ারি ২০২৬  
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

রূপালী ব্যাংক পিএলসির ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে অবস্থিত জোনাল অফিসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

১১টি শাখা ও ৩টি উপশাখা নিয়ে গঠিত জোনাল অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

এতে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক  আব্দুল কাদের জিলানী, স্বপ্না চক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানা ও মো. আবদুল মান্নান মিয়া, রমনা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম ও মো. মামুনুর রশীদ মোল্লাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়