বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে সিজানুর রহমান (১৭) ও নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নেহাল (১৭)।
স্থানীয় সূত্র জানায়, সিজানুর ও নেহাল মোটরসাইকেলযোগে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/এনাম/রাজীব