ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পটুয়াখালীতে সেনাপ্রধান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৯, ২৮ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পটুয়াখালীতে সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে পটুয়াখালী পৌঁছে সেনাপ্রধান প্রথমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

সেনাপ্রধানের পটুয়াখালী সফরকালে বরিশাল এরিয়ার জিওসি, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়