‘আ. লীগের যারা সন্ত্রাসী কার্যকলাপ করেনি তাদের জন্য বিএনপির দরজা খোলা’
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যকলাপ করেনি, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল পৌনে ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালি মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় নুরুল ইসলাম মনি বলেন, ‘‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে সেইসব আওয়ামী লীগ নেতাদের বাদ দিয়ে, যারা সাধারণভাবে আওয়ামী লীগ করেছে, কোনো মানুষের ক্ষতি করেনি, তাদের জন্য বিএনপির দরজা খোলা।’’
সভায় তিনি সকল ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় কালমেঘা ইউনিয়নের ভোটার এবং পাথরঘাটা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান//