ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের কাজে আ. লীগের দোসর বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২২, ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনের কাজে আ. লীগের দোসর বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে কেউ আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘সিলেটের নির্বাচনি প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি।’’

অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি। 

নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না ইসির এমন মন্তব্যে কোনো কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়