ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্রেতা সংকটে ১১ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৬ জানুয়ারি ২০২২  
বিক্রেতা সংকটে ১১ কোম্পানির শেয়ার

শেয়ারবাজারে রোববার (১৬ জানুয়ারি) সূচকের উত্থান ধারায় লেনদেন চলছে। লেনদেন চলাকালীন ১১ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো: আজিজ পাইপস, বিডি অটোকার্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, শমরিতা হসপিটাল, ফাইন ফুডস, স্কয়ার টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, বিআইএফসি, জেমিনি সী ফুড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

জানা গেছে, বৃহস্পতিবার আজিজ পাইপসের শেয়ার দর ছিল ১০০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১১০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

বিডি অটোকার্স: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৪৬.১০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৬০.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

প্রাইম লাইফ ইন্স্যুরেন্স: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৬৭.২০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৭৩.৯০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৬.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

এপেক্স ফুডস: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৬৫.৭০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৮২.২০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ১৬.৫০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

শমরিতা হসপিটাল: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৯৬.৭০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০৬.৩০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

ফাইন ফুডস: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৪৮.৫০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫৩.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।

স্কয়ার টেক্সটাইল: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৫৬.৯০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৬২.৪০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।

ফু-ওয়াং ফুডস: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৭.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৯.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

বিআইএফসি: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৬.৩০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৬.৯০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

জেমিনি সী ফুড: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৩০৩.৪০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩২৯.৯০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ২৬.৫০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। আজ প্রথম দিন কোম্পানির শেয়ার ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে লেনদেন শুরু হয়েছে ১১ টাকায়। এসব কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়