ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এপেক্স ফুটওয়্যারের জমি পুনর্মূল্যায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৬ জুন ২০২৪  
এপেক্স ফুটওয়্যারের জমি পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মালিকানাধীন জমি পুনর্মূল্যায়ন করা হয়েছে। ফলে কোম্পানির জমির মূল্য ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানির জমির মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর আগে বুধবার (৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৭৭তম সভায় সব জমির পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর এই প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি।

গত ২০২২-২৩ অর্থবছরেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এপেক্স ফুটওয়্যারের সব জমির মূল্য ছিল ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসেবে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ সর্বেশষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির উল্লেখ করা জমির মূল্য বর্তমান মূল্যের চেয়ে সাড়ে ৩ গুণ বেশি।

এবার এপেক্স ফুটওয়্যারের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে মালেক সিদ্দিকী ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টস।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়