ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পুঁজিবাজারে ব্যাপক উত্থানে লেনদেন চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৮ আগস্ট ২০২৪  
পুঁজিবাজারে ব্যাপক উত্থানে লেনদেন চলছে

দীর্ঘ মন্দা কাটিয়ে দেশের পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে। ফলে চলতি সপ্তাহে গত দুই দিনের মতোই শেষ দিন বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) ব্যাপক উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, এদিন লেনদেন শুরুর সাড়ে ৩ ঘণ্টায় অর্থাৎ ১টা ৩০ মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০৭.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৫০ কোটি ৯১ লাখ টাকা। 

এ সময়ে লেনদেন হওয়া ৩৯৬টির কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দর। 

এদিকে, সিএসইর সিএসইএক্স সূচক ৪৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই সূচক ৭৯৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৩৪ পয়েন্টে, শরিয়া সূচক সিএসআই ৪২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং সিএস৩০ সূচক ৬৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩০২ পয়েন্টে। 

আলোচিত সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ টাকা। 

এ সময়ে লেনদেন হওয়া ২৫৮টির কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দর।

ঢাকা/এনটি/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়