ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

পদ্মা অয়েলের নতুন এমডি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৩ আগস্ট ২০২৪  
পদ্মা অয়েলের নতুন এমডি নিয়োগ

পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে পরিচালনা পর্ষদ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল মতিন। গত ১১ আগস্ট পদ্মা অয়েলে এমডি পদে যোগদান করেন।

প্রসঙ্গত, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি। সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২.০৬ শতাংশ, সরকারের হাতে ৫০.৩৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩২.১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪.৬৭ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়