ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিং শাইনের সঙ্গে বেপজার ৫ প্লটের লিজ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২ মার্চ ২০২৫  
রিং শাইনের সঙ্গে বেপজার ৫ প্লটের লিজ বাতিল

অর্থ প্রদান না করায় পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৫টি প্লটের (২৩১-২৩৬) লিজ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা)।

রবিবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

রিং সাইন টেক্সটাইলস কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সম্পর্কিত বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি ডিএসই ও সিএসই চিঠি দেয়।

ওই চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টাল উভয়েই প্রকাশিত খবর সঠিক। কারণ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি ২০ ফেব্রুয়ারি চুক্তি বাতিলের বিষয়ে আমাদেরকে চিঠি দিয়েছে। যদিও কোম্পানি কর্তৃপক্ষ চুক্তি বাতিল না করার জন্য বেপজাকে অনেক অনুরোধ জানানো হয়েছিল।’

কোম্পানি কর্তৃপক্ষ আরো জানায়, বেপজার চিঠি ও তাদের নির্দেশাবলী অনুসরণ করে, কোম্পানির ম্যানেজমেন্ট এ অপ্রত্যাশিত সমস্যা সমাধান করার জন্য গুরুত্ব সহকারে পদক্ষেপ নিয়েছে। এখানে উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক যে, বেপজার সাথে দীর্ঘদিনের বকেয়া পাওনা সমন্বয় করার জন্য কোম্পানির শেয়ারহোল্ডাররা গত ২৭তম এজিএমে ইতিমধ্যেই অব্যবহৃত আইপিও তহবিল থেকে ১০ লাখ মার্কিন ডলার প্রদান ও অনুমোদন করেছেন, যা এখনও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিবেচনাধীন রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়