ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৩ মার্চ ২০২৫  
হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের এক জন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

সোমবার (৩ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হাক্কানী পাল্প লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ এ কোম্পানির ১ লাখ শেয়ার বিক্রি করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি হাক্কানী পাল্প লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানির ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে সিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়