পুঁজিবাজারে বড় পতনে লেনদেন চলছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ মে) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক পয়েন্টের বেশি পতন হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন দুপুরে ১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৪.০১ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, দর কমেছে ৩৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টির। এ সময় টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৯০ লাখ টাকা।
অপরদিকে, সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১২৯.৯৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২২৭.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। এ সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুঁজিবাজারে সূচক পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল।
ঢাকা/এনটি/ইভা