ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার: সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫
পুঁজিবাজার: সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১১.৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

‎ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৫টি কোম্পানির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে মোট ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

‎অন্যদিকে, সিএসইেত সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৭৩ পয়েন্ট বেড়ে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

‎সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়