ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিআইসিএমের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১২ অক্টোবর ২০২৫  
বিআইসিএমের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ উপলক্ষে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। রবিবার (১২ অক্টোবর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

সেমিনারে ‘আর্থিক বিবৃতি বিশ্লেষণ এবং মেশিন লার্নিং-ভিত্তিক স্টক মূল্য পূর্বাভাসের প্রাসঙ্গিকতা’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ।

আইওএসসিওর এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘প্রযুক্তি ও ডিজিটাল অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জালিয়াতি ও কেলেঙ্কারি প্রতিরোধ’। উক্ত প্রতিপাদ্যের মধ্যে অন্যতম ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এর উপর ভিত্তি করে এ সেমিনারটি আয়োজন করা হয়।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার সাইফুদ্দিন। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসেইন আহমেদ এনামুল হুদা।

প্রধান অতিথি সাইফুদ্দিন বলেন, ‘‘বিনিয়োগ শিক্ষা বা বিনিয়োগ সচেতনতা একটি চলমান প্রক্রিয়া। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারী। আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে যেতে হবে। তাদের সচেতন ও শিক্ষিত করে তুলতে পারলে আমার তার ইতিবাচক ফল পাব।’’ 

এছাড়া আলোচকগণ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান। সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সেমিনারটি হাইব্রিড মুডে অনুষ্ঠিত হয়।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়