ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ অক্টোবর ২০২৫  
ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

‎ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত আছে ৫০টির শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে মোট ৫৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট কমে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩০.২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ১৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

‎সিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়