গাজীপুরে ৫টি আসনে ভোটার ২৪ লক্ষাধিক
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার ৫টি আসনে মোট ভোটার ২৪ লাখ ১৯ হাজার ৬০৫ জন। ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ২০ হাজার ৩৯১ এবং মহিলা ভোটার ১১ লাখ ৯৯ হাজার ২১৪। সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ১৪১।
গাজীপুর ১:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নং ওয়ার্ড (সাবেক বাসন, কোনবাড়ি ও কাশিমপুর ইউনিয়ন) নিয়ে আসনটি গঠিত। মোট ভোটার ৬ লাখ ৬৫ হাজার ৫৪৫। পুরুষ ৩ লাখ ৩৬ হাজার ৪০৭ এবং মহিলা ৩ লাখ ২৯ হাজার ১৩৮। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (নৌকা), বিএনপি’র চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল বাশার (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) আরিফুল ইসলাম (টেলিভিশন), গণফ্রণ্টের আতিক মাহমুদ (মাছ), তরিকত ফেডারেশনের মো. হাসান উদ্দীন (ফুলের মালা) ও বাসদের মোহাম্মদ রাহাত আহাম্মেদ (মই)।
এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা আ.ক.ম মোজাম্মেল হক ও চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর ২:
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ থেকে ৩৮ নং এবং ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। ভোটার ৭ লাখ ৪৮ হাজার ১৪১। পুরুষ ভোটার ৩ লাখ ৮২ হাজার ২৭২ এবং মহিলা ৩ লাখ ৬৫ হাজার ৮৬৯। নির্বাচনের অংশ নিচ্ছেন ৬ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি (নৌকা), বিএনপির মো: সালাউদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মো. আবদুল কাইয়ুম (মই) ও বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মোহাম্মদ আবদুল হান্নান নূর (হারিকেন)। জাহিদ আহসান রাসেল এ আসন থেকে ২০০৪ (উপনির্বাচনে), ২০০৮ ও ২০১৪ (বিনাপ্রতিদ্বীতায়) নির্বাচিত হন। অপরদিকে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার সংসদ নির্বাচনে নতুন মুখ। এ দুই প্রার্থীর মধ্যেই আসন্ন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
গাজীপুর ৩:
গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি (মির্জাপুর, পিরুজালী ভাওয়ালগড়) ইউনিয়ন নিয়ে গাজীপুর-৩ আসন। ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৭২০। পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৯। মহিলা ভোটার ২লাখ ১৯হাজার ৬৩১। এ আসনে প্রার্থী ৭জন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রহমত উল্লাহ (হাতপাখা), জাকের পার্টির মো. নাসির উদ্দিন (গোলাপফুল), তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম (ফুলের মালা), জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ (লাঙ্গল) ও বাসদের এস এম মফিজ উদ্দিন (মই)।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইকবাল হোসেন সবুজ ও ইকবাল সিদ্দিকীর।
গাজীপুর ৪:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নিয়ে এ আসন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৯৫৪। পুরুষ ভোটার ১লাখ ৩১ হাজার ৬২৫। মহিলা ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩২৯। প্রার্থী ৭ জন। বঙ্গতাজ কন্যা আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা), বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. নুরুল ইসলাম সরকার (হাতপাখা), বিএনএফের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত (টেলিভিশন), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব (কাস্তে), জাকের পার্টির জুয়েল কবির (গোলাপফুল) ও জাসদের মো. নাজিম উদ্দিন শেখ (তারা)।
সিমিন হোসেন রিমি ২০১২ সালে (উপনির্বাচনে) ২০১৪ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে শাহ রিয়াজুল হান্নান নির্বাচনে নতুনমুখ। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুজনে।
গাজীপুর ৫:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ থেকে ৪২ নং ওয়ার্ড, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং কালিগঞ্জ উপজেলা নিয়ে এ আসন। ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ২৪৫। পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৯৮। মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ২৪৭। প্রার্থী ৫ জন। আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (নৌকা), বিএনপির এ.কে.এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাওলানা গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপফুল)।
মেহের আফরোজ চুমকি ১৯৯৬ সালে (সংরক্ষিত আসনে) এবং এ আসন থেকে ২০০৮ সালে, ২০১৪ সালে (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে ২০০১ সালে এ.কেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুজনের মধ্যে।
রাইজিংবিডি/গাজীপুর / ২৪ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/টিপু
রাইজিংবিডি.কম