ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি তারেক, সম্পাদক জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি তারেক, সম্পাদক জাকারিয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নৌযান ও নৌ যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. তারেক আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উন্নয়ন বিভাগের ড. এন এম গোলাম জাকারিয়া।

এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা আলী, কোষাধ্যক্ষ পদে ইলেকট্রিক‌্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরি, যুগ্ম সম্পাদক পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. এটিএম হাসান যোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের মাহিরুল কাদের প্রিন্স এবং আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কেমিকৌশল বিভাগের আহাদুজ্জামান নাহিদ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আই পি ই বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আহসান, স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার, পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সি এস ই বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রহমান, ইউ আর পি বিভাগের অধ্যাপক ড. মো. শাকিল আখতার, গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভীন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. এ কে এম মনজুর মোর্শেদ, ড. শামীমআহমেদ, ড. আহমদ খান, মুহাম্মদ রাফিউজ্জামান এবং ড. রাদীন মোহাম্মদ মাহিরুল হক।

নির্বাচনে ৪৪৪ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার ভোট প্রদান করেন।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়