ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা রোধে ইবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রোধে ইবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

গণ-জমায়েত হয় এমন সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)।

করোনাভাইরাসের  সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়, ১২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ১১৬ নং কক্ষ ও করিডোরে গণ-জমায়েত হয় এমন কোনো অনুষ্ঠান করা যাবে না। বিশ্ববিদ্যলয়ের কোনো বিভাগ, অফিস বা সংগঠন এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।

ড. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিন টিএসসিসিতে সব ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ইতোমধ্যে সারা বিশ্বেই করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। আমরা এর প্রতিকার করতে না পারলেও চাইলে প্রতিরোধ করতে পারি। এই সমস্যার আশু প্রতিরোধের লক্ষ্যেই আমাদের এই পদক্ষেপ।’


ইবি/নাহিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়