ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

গুচ্ছ পদ্ধতি: ইউনিট পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত হলো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৪ ফেব্রুয়ারি ২০২১  
গুচ্ছ পদ্ধতি: ইউনিট পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত হলো

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট থাকছে না। এই বিষয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে আলোচনা হয়েছে। তবে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা শেষে বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কিভাবে ভর্তি নেওয়া হবে, তা স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ঠিক করবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আজকের বৈঠকে বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা হয়েছে। তবে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার কথাই বহাল রয়েছে।’

ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমরা শুধু একটি পরীক্ষা নেবো। সেখানে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। এই নম্বরের ভিত্তিতে পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আবেদন করবেন। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কিভাবে ভর্তি করাবেন, সেই সিদ্ধান্ত তারাই নেবেন।’
 
গুচ্ছ পদ্ধতিতে আবেদনের যোগ্যতা প্রসঙ্গে এই শিক্ষক বলেন, ‘আমরা চাই এবার যেন বেশিরভাগ অংশ আবেদন করতে পারে। সেজন্য আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ লাগবে।’ আর মানবিকের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে বলেও তিনি জানান।

ইয়ামিন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়