ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২ মে ২০২৪   আপডেট: ১৪:০৬, ২ মে ২০২৪
শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

তাপপ্রবাহে কয়েক দফা বন্ধ থাকার পর মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান যথারীতি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শনিবার প্রতিষ্ঠান খোলার রাখার সিদ্ধান্তটি সাময়িক। বন্ধের কারণে শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারের সিদ্ধান্ত বদল করা হবে।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।  

প্রসঙ্গত, তাপপ্রবাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়