ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরীক্ষা না হলে যেভাবে মূল‌্যায়ন হবে 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১২:১১, ১৫ জুলাই ২০২১
পরীক্ষা না হলে যেভাবে মূল‌্যায়ন হবে 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা রয়েছে। তবে পরীক্ষা নেওয়া না হলে দুটি উপায়ে মূল‌্যায়ন করা হতে পারে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চাই, স্বাস্থ‌্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে। আর সেটা সম্ভব না হলে এসএসসির জন্য ২৪টি এবং এইচএসসির জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট করিয়ে তা মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হবে। অন‌্যথায় শুধু সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। এ বিষয়ে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা 

তিনি জানান, অ্যাসাইনমেন্ট সঠিকভাবে মূল‌্যায়ন না হলে যে শিক্ষকরা এটা মূল‌্যায়ন করবেন তাতে যদি মনে হয় ভুলটি ইচ্ছাকৃত তাহলে যথাযথ ব‌্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: যেভাবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে

ঢাকা/ইয়ামিন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ