ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিকারুননিসায় অ্যাডহক কমিটি গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৭ জুলাই ২০২১  
ভিকারুননিসায় অ্যাডহক কমিটি গঠনের দাবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের এসব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং স্কুলের চলমান বিতর্কিত গভর্নিং বডি বাতিল করে অ্যাডহক কমিটির গঠনের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৭ জুলাই) সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন:

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক এবং ভিকারুননিসার অভিভাবক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ভিকারুননিসার অধ্যক্ষ ও জনৈক অভিভাবকের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অধ্যক্ষের কণ্ঠে বলা গালিগালাজ শুনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা বিব্রত।  এতে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্যের ওপর আঘাত এসেছে, যা ঐ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আসীন থেকে বলা সমীচীন হয়নি।

অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসানো সম্পূর্ণ অনৈতিক ও নিন্দনীয় কাজ যা ঐতিহ্যবাহী স্কুলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ফোরাম নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনৈতিকভাবে অধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করে অসাধু পন্থায় অবৈধভাবে ছাত্রী ভর্তি, শাখা ও ব্রাঞ্চ বদলি বাণিজ্য, বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্যের জন্য দর কষাকষি, অধ্যক্ষের বাস ভবনে হামলা কোনোভাবেই কাম্য নয়।  সরকার ঘোষিত ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালার বাইরে বিশিষ্টজনের সুপারিশ ও অভিভাবক ফোরামের সদস্যদের তদবিরে ছাত্রী ভর্তির কোনো  সুযোগ নেই।

‘এই শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো মূল্যে অবৈধ ভর্তি বাণিজ্য, শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের নামে সব ধরনের লুটপাটের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।  পাশাপাশি করোনাকালে ক্ষতিগ্রস্ত  অভিভাবকদের শিক্ষার্থীর টিউশন ফি মওকুফ করারও জোর দাবি জানাচ্ছি।’

/ইয়ামিন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়