ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল শিগগিরই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৮ জুলাই ২০২১  
৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল শিগগিরই

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। গত জুন মাসে এ ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

ফল প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ আছে কিনা জানতে চাইলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সূত্র থেকে মিলেছে সংক্ষিপ্ত উত্তর, ‘শিগগিরই ফল প্রকাশ করা হবে।’ 

বুধবার (২৮ জুলাই) পিএসসি’র চেয়ারম্যান সোহবার হোসাইন বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে বিশেষ অনুমোদন দিয়ে পিএসসি’র সব কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে।’

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

ঢাকা/ইয়ামিন/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়