ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু ১ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে। ওইদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা শুরু হবে।

এবারই প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

আরো পড়ুন:

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার একদিন পর শনিবার (২ অক্টোবর) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তাছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। ইতোমধ্যে এটি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করছি সঠিক সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

ইয়ামিন/এমএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়