ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র মিলছে টিএসসিতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৭ অক্টোবর ২০২১  
ঢাবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র মিলছে টিএসসিতে

টিএসসিতে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম। নিজস্ব ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।

উপাচার্য বলেন, অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই। অথচ এটি হলো শিক্ষার্থীদের জন্য সবক্ষেত্রে একটি প্রয়োজনীয় উপাদান। তাই শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনায় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে টিএসসিতে একটি বুথের ব্যবস্থা করেছি। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি সংগ্রহ করতে পারবেন।

ইয়ামিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়